Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুর্দান্ত লড়াই হার্দিক-ধাওয়ানের, হার দিয়ে সিরিজ শুরু করল ভারত

হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করল ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ অস্ট্রেলিয়া জিতল ৬৬ রানের বড় ব্যবধানে। অধিনায়ক অ্যারন ফিঞ্চ আর স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করা অজিদের স্কোর…

Avatar

হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করল ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ অস্ট্রেলিয়া জিতল ৬৬ রানের বড় ব্যবধানে। অধিনায়ক অ্যারন ফিঞ্চ আর স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করা অজিদের স্কোর ছিল ৩৭৪ রান। পাহাড়প্রমাণ এই রান তাড়া করতে নেমে ভারত ৩০৮ রান পর্যন্ত তুলতে সক্ষম হয়। সর্বোচ্চ ৯০ রান হার্দিক পাণ্ডিয়ার। ৭৪ রান করেন শিখর ধাওয়ান। ম্যাচের সেরা হয়েছেন স্টিভ স্মিথ।

এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ ১৫৬ রানে দারুণ ওপেনিং জুটি করেন। শেষ পর্যন্ত ৭৬ বলে ৬৯ করা ওয়ার্নারকে ফেরান পেসার মহম্মদ শামি। এরপর জমে যায় ফিঞ্চ-স্মিথ জুটি। ১১০ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়ে ফিঞ্চ যখন বুমরাহর শিকার হলেন, ইতিমধ্যে ১২৪ বলে ১১৪ রান করে ফেলেছেন। এরপর ম্যাচে জাদু দেখান স্মিথ। তাকে সাহায্য করেন ম্যাক্সওয়েল। শুরু থেকেই আক্রমণাত্বক স্মিথ মাত্র ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। এরপর যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন স্মিথ। ওয়ানডে কেরিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি তুলে নেন মাত্র ৬২ বলে। শেষ পর্যন্ত ৬৬ বলে ১০৫ রান করা স্মিথকে বোল্ড করেন শামি। ম্যাক্সওয়েলের ১৯ বলে ৫টি বাউন্ডারি ৩টি ওভারবাউন্ডারির সাহায্যে ৪৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। অজিদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৭৪ রান। শামি নেন ৩টি উইকেট। আর কোনো বোলারই এদিন ম্যাচে দাগ কাটতে পারেননি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। মায়াঙ্ক আগরওয়াল ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আরেক ওপেনার শিখর ধাওয়ান অবশ্য ৮৬ বলে ৭৪ রানের লড়াকু ইনিংস উপহার দেন। অধিনায়ক বিরাট কোহলি ২১ রানের বেশি করতে পারেননি। আইপিএলে সেরা ফর্মে থাকা লোকেশ রাহুলও (১২) ব্যর্থ। মিডল অর্ডারে নেমে আসল খেলাটা দেখান অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। অ্যাডাম জাম্পার শিকার হওয়ার আগে তিনি ৭৬ বলে ৪ বাউন্ডারি এবং ৪ ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ রানের অসাধারণ ইনিংস। এটাই তার ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান। এর আগে ৮৩ রান করেছিলেন সেই অজিদের বিরুদ্ধেই। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৮ রান তুলতে সক্ষম হয়। একই মাঠেই আগামী ২৯ তারিখ সিরিজের দ্বিতীয় ম্যাচ।

About Author