কোয়ারেন্টাইন, কোভিড টেস্ট, সোশ্যাল ডিসটেন্সিং সব পেরিয়ে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই এবারে আইএসএল শুরু হয়েছে। আর এর মধ্যেই গোয়ার সাগরপাড়ে বসতে চলেছে ডার্বির আসর। তার আগেই এসসি ইস্টবেঙ্গলের থিম সং লঞ্চ হওয়ায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। জানা গিয়েছে, ব্যান্ডের তালে গান তৈরি করেছেন অরিজিৎ শেঠ। তিন মিনিটের এই নতুন থিম সং নতুন রূপে আসা ইস্টবেঙ্গলকে লাল-হলুদ সমর্থকদের কাছে আরও একবার ভালবাসা দিয়ে উত্তেজনা বাড়িয়ে দেবে বলে আশাবাদী মশাল বাহিনী।অন্যদিকে, মোহনবাগান জুটি বেঁধেছে এটিকের সঙ্গে। তাই এটিকে-মোহনবাগানের শক্তি ইস্টবেঙ্গলের থেকে দ্বিগুণ, এমনটাই দাবি করেছে সবুজ-মেরুন সমর্থকরা। শুধু তাই নয়, সমর্থকদের মধ্যে এটিকে-মোহনবাগানের সমর্থকদের শক্তি দ্বিগুণ। কারণ, দুটো শক্তি এক হয়ে গিয়েছে। আর তাই ডবল পাওয়ার অন্য দলের কাছে ডবল ট্রাবল হতে চলেছে, এমনটাই দাবি করেছে এটিকে-মোহনবাগান সমর্থকরা। দুই দলের কোচরাও জানেন যে, এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়। এটা স্নায়ুর লড়াই। আর যে এই স্নায়ু ধরে রাখতে পারবে, সেই ম্যাচ শেষে জয়ী হবে। আইএসএলের প্রথম ডার্বিতে কোন দল জয়ের হাসি হাসে এখন সেটাই দেখার। এমনকি এর অপেক্ষাতেই কার্যত দুভাগ হয়ে প্রহর গুনছে ঘটি-বাঙালরা।Sporting Club East Bengal's Official Anthem for our fans, supporters and team members!
— East Bengal FC (@eastbengal_fc) November 26, 2020
#MoshalBahini #TorchBearers#ChhilamAchiThakbo #JoyEastBengal #JoySCEastBengalhttps://t.co/RxAYUE9wOD
উত্তেজনার পারদ তুঙ্গে! একটু পরেই গোয়ার সাগরপাড়ে বসবে আইএসএল ডার্বির আসর, বৃহস্পতিবার লঞ্চ হয়েছে এসসি ইস্টবেঙ্গলের নতুন থিম সং
গোয়া: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই গোয়ার সাগরপাড়ে নতুন মোড়কে, নতুন আদলে বসবে কলকাতা ক্লাসিকোর আসর। আজ, শুক্রবার আইএসএলে প্রথম হতে চলেছে কলকাতা ডার্বি। এসসি ইস্টবেঙ্গল আজ তাদের অভিযান শুরু…

আরও পড়ুন