তবে করোনা পরিস্থিতিতে এত মানুষের ঢল ভয়ঙ্কর আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। অন্যদিকে গতকাল, বৃহস্পতিবার পাঞ্জাব থেকে আসা কৃষকের দলকে হরিয়ানায় ঢুকতে বাধা দেয় সে রাজ্যের বিজেপি সরকার। ব্রিজের ওপর একটি ট্রাক রেখে তাদেরকে বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে। কৃষকরা ব্রিজের ওপর যেতেই মুখোমুখি হয় দু’পক্ষ। কার্যত দু’ঘণ্টা ধরে সংঘর্ষ চলে দুই পক্ষের মধ্যে। কৃষকএর পক্ষ থেকে ব্যারিকেড ভাঙার চেষ্টা হয় এবং একটি লোহার ব্যারিকেড নদীতে ফেলে দেওয়া হয় বলে পুলিশ থেকে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে, পুলিশ আটকানোর জন্য কাঁদানে গ্যাস থেকে শুরু করে জলকামান ছুড়তে থাকে এমনটা আবার অভিযোগ করেছেন সমস্ত কৃষকরা। অবশেষে ব্যারিকেড সরিয়ে সামনের দিকে এগোতে সক্ষম হয় কৃষকের দল। সব মিলিয়ে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, এমনটা বলাই যায়।Haryana: Farmers in large numbers gather near Karnal's Karna Lake area, to proceed to Delhi to protest against farm laws pic.twitter.com/uYuMQtjcVn
— ANI (@ANI) November 26, 2020
নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে, এই দাবিতে ‘দিল্লি চলো’-র ডাক কৃষকদের
নয়াদিল্লি: পুনরায় কৃষক আন্দোলনে নেমেছেন ছয় রাজ্যের হাজার হাজার কৃষক। কেন্দ্রের নয়া কৃষক আইনের প্রতিবাদে 'দিল্লি চলো'-র ডাক দিয়েছে ছয় রাজ্যের হাজার হাজার কৃষক। উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখান্ড, রাজস্থান, কেরালা, ও…

আরও পড়ুন