Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুভশ্রীর গ্ল্যাম লুকের রহস্য ফাঁস করলনে ‘সেক্সি মাম্মা’, ভাইরাল পোস্ট

ইদানিং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। কখনও তিনি পোস্ট করেন তাঁর ও পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র পুত্রসন্তান ইউভানের ছবি, আবার কখনও পোস্ট করেন তাঁর হ্যাংআউটের ছবি। শুভশ্রীর…

Avatar

ইদানিং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। কখনও তিনি পোস্ট করেন তাঁর ও পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র পুত্রসন্তান ইউভানের ছবি, আবার কখনও পোস্ট করেন তাঁর হ্যাংআউটের ছবি। শুভশ্রীর প্রতিটি পোস্ট যথেষ্ট ভাইরাল হয়। সম্প্রতি শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় নিজের সেলফি রিঙলাইট-এর সঙ্গে ছবি পোস্ট করলেন। শুভশ্রীর এই ছবিটি যথেষ্ট ভাইরাল হয়েছে অভিনব রিঙ লাইটটির জন্য। শুভশ্রীর সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে তাঁর ও রাজের ভাগ্নী সৃষ্টিকেও। ছবিটি দেখে মনে হচ্ছে সৃষ্টি তাঁর মামিমা শুভশ্রীকে সেলফি লাইটের যথাযথ ব্যবহার শেখাচ্ছেন। শুভশ্রীর ছবিতে কমেন্ট করে অভিনেতা অঙ্কুশ বলেছেন, এবার তিনিও জেনে গেলেন শুভশ্রীকে ফটোতে ভালো লাগার রহস্য। শুভশ্রী অঙ্কুশকে কোনো প্রত্যুত্তর না দিলেও নেটিজেনরা অনেকেই অঙ্কুশকে কটূক্তি করে তাঁর নাইটি লুকের কথা তুলে ধরেছেন।

কয়েক মাস আগে জন্ম হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের। ইউভানের জন্মের সময় শুভশ্রী ওয়েট গেন করেছিলেন। সম্প্রতি তিনি আবারও শেপে ফেরার জন্য শুরু করেছেন ওয়ার্কআউট। তাঁকে এই ব্যাপারে মোটিভেট করেছেন টলিউডের পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব। বাবা যাদবকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী। তবে ওয়ার্কআউটের মাঝেও ইউভানকে সময় দিতে ভোলেন না ইউভানের মা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত। কিছু দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’র ট্রেলার। ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এক উচ্চাভিলাষী দম্পতি তাঁদের ছেলেকে সময় দিতে না পারায় তার হাতে তুলে দেন লেটেস্ট মডেলের মোবাইল ফোন। এমনকি ছেলেটির বাবা তাকে শিখিয়ে দেন মোবাইল গেম খেলার পদ্ধতি। ক্রমশ ছেলেটি আসক্ত হয়ে পড়ে মোবাইল গেমের প্রতি। এরপর তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। এই মুহূর্তে ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।

About Author