অবশেষে সব অপেক্ষার অবসান হতে চলেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর আগামীকাল সিডনিতে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ভারতের অস্ট্রেলিয়া সফর। ভারতীয় সময় সকাল ৯টা ১০ থেকে খেলা শুরু হচ্ছে। এই ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে চলেছে। সিডনির মাঠে যে দল প্রথমে ব্যাট করেছে তাদের জয় বেশি। প্রথমে ব্যাট করা দলের অ্যাভারেজ স্কোর হতে পারে ২৫০। দুই দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিল আজ। রোহিত শর্মাকে ছাড়াই অজি আক্রমণকে মোকাবিলা করতে হবে ভারতকে। এই ম্যাচে খেলবেন শ্রেয়াস আইয়ার। আরেক তরুণ শুভমান গিলেরও খেলার সম্ভাবনা রয়েছে। কালকের ম্যাচের দিকেই এখন নজর রয়েছে সবার।
দেখে নিন এই ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশিখর ধাওয়ান, কে এল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ