Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উত্তরপ্রদেশে এবার বিমানবন্দর হবে শ্রীরামচন্দ্রের নামে, প্রয়াগরাজ বসবে রানের বিশাল মূর্তি

উত্তরপ্রদেশ: অযোধ্যায় ইতিমধ্যেই রাম মন্দির তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে মন্দির তৈরীর ভিত্তিপ্রস্তর স্থাপন হতে। যেখানে সমারোহে অনুষ্ঠানের আয়োজন…

Avatar

উত্তরপ্রদেশ: অযোধ্যায় ইতিমধ্যেই রাম মন্দির তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে মন্দির তৈরীর ভিত্তিপ্রস্তর স্থাপন হতে। যেখানে সমারোহে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এবার যোগী রাজ্যে শ্রী রামচন্দ্রের নামে বিমানবন্দর করার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু বিমানবন্দর, প্রযাগরাজে বসতে চলেছে শ্রী রামচন্দ্রের বিশাল মূর্তি। আর এই দুই প্রস্তাবের ক্ষেত্রেই উত্তরপ্রদেশের মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে।

জানা গিয়েছে, অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাখতে বলেছেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বিমানবন্দর। ইতিমধ্যেই অসামরিক বিমান দফতরকে এই প্রস্তাব পাঠানো হয়েছে। তাদের ছাড়পত্র মিললেই বিমানবন্দরের নামকরন করা হবে এই নামে। যেখানে আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় টার্মিনাল থাকবে বলে জানা গিয়েছে। এমনকি উত্তরপ্রদেশের মধ্যে সবচেয়ে বড় বিমানবন্দর হতে চলেছে এটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে এই বিমানবন্দর তৈরির কাজ শুরু হয়েছে। এখনও সম্পন্ন হয়নি। তবে আগামী দিনে খুব শীঘ্রই এই বিমানবন্দরের কাজ সম্পূর্ণ হবে বলে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে এই বিমানবন্দরের উদ্বোধন হয়ে যাবে বলে যোগী সরকারের তরফ থেকে জানানো হয়েছে। সূত্রের খবর, এই বিমানবন্দর নির্মাণের জন্য ৫২৫ কোটি টাকা ধার্য করেছিল যোগী সরকার। যার মধ্যে এখনই ৩০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে বলে খবর। এখন শুধু উত্তরপ্রদেশের সবচেয়ে বড় বিমানবন্দর উদ্বোধন হওয়ার অপেক্ষায় রয়েছে সকলে।

About Author