Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফুটবল প্রেমীদের চোখে জল এনে চলে গেলেন ‘হ্যান্ড অফ গড’ ওনার, টুইটে শোকপ্রকাশ মারাদোনা সতীর্থদের

ফুটবল রাজ্যের রাজপুত্র দিয়াগো মারাদোনা আর নেই। এই কথাটা যেন কেউ বিশ্বাস করতেই চাইছে না। তার মৃত্যুসংবাদ শুনে গোটা দুনিয়া স্তম্ভিত ও শোকস্তব্ধ। মাত্র ৬০ বছর বয়সে মারাদোনা হৃদরোগে আক্রান্ত…

Avatar

ফুটবল রাজ্যের রাজপুত্র দিয়াগো মারাদোনা আর নেই। এই কথাটা যেন কেউ বিশ্বাস করতেই চাইছে না। তার মৃত্যুসংবাদ শুনে গোটা দুনিয়া স্তম্ভিত ও শোকস্তব্ধ। মাত্র ৬০ বছর বয়সে মারাদোনা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। বেশ কিছুদিন আগে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রপ্রচার করে ১১ নভেম্বর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু তার মদ্যপান সংক্রান্ত সমস্যার কারণে তিনি বুয়েনস আয়ার্সের একটি পুনর্বাসন কেন্দ্রে ছিলেন প্রায় দুই সপ্তাহ ধরে। সেখানেই গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘হ্যান্ড অফ গড’ এর মালিক। আর মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে গেল ফুটবল ইতিহাসের এক অধ্যায়। তার মৃত্যুতে চোখে জল ফুটবলপ্রেমী মানুষদের। তিনি মারা যাওয়ার পর তার সময়ে সতীর্থরা থেকে শুরু করে এখনকার আধুনিক ফুটবলার সবাই টুইটে তার মৃত্যুর শোক প্রকাশ করেছে।

ইংল্যান্ডের প্রাক্তন স্ট্রাইকার গ্যারি লিনেকার ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের হয়ে একটি গোল করেছিলেন। সে মারাদোনার মৃত্যুর খবর পেয়ে ট্যুইট করে বলেছেন, আর্জেন্টিনার খবর মারাদোনা আর নেই। আমার প্রজন্মের সেরা খেলোয়াড় ছিলেন মারাদোনা। এই নিয়ে তর্ক বিতর্কের কোন জায়গা নেই। আজ সে নেই এটাই মেনে নিতে কষ্ট হচ্ছে। ঈশ্বরের কাছে গিয়ে মারাদোনা যাতে শান্তিতে থাকেন তার প্রার্থনা করেছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৯৭৮ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফুটবলার মারিও কেম্পেসের মারাদোনার সতীর্থ ছিলেন। ১৯৭৮ সালে লুকে ও কেম্পেসের জুটি আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিল। তার চার বছর পর আর্জেন্টিনার জার্সি পরে খেলার মাঠে রাজ করতে নামেন মারাদোনা। তখন কেম্পেসের তার সতীর্থ হিসেবে ফুটবল খেলত। সেই কেম্পেসের ট্যুইট করে বলেছেন, “আমাদের ছেড়ে আজ চলে গেল দিয়াগো মারাদোনা। ওর পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। ফ্লাই হাই দিয়াগো।”

ফুটবল জগতের আরেক কিংবদন্তি পেলে তার বন্ধুর মৃত্যু সংবাদ শুনে রীতিমতো স্তম্ভিত। তিনি টুইট করে বলেছেন, “আমি আজ আমার এক বন্ধু এবং বিশ্ব কিংবদন্তিকে হারালাম। এখনো একসাথে অনেক কথা বাকি ছিল। আমি আশা করি, একদিন আমরা একসাথে আকাশে আবার ফুটবল খেলতে পারব।” সেই সাথে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন যাতে দিয়াগোর পরিবার ব্যাপারটা কাটিয়ে উঠতে শক্তি পায়।

১৯৯৪ সালের বিশ্বকাপের ব্রাজিলের মহানায়ক ছিলেন রোমারিও। তিনি তার বন্ধু মারাদোনার মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন, “আজকে আমার বন্ধু আর এই পৃথিবীতে নেই। মারাদোনা তুমি কিংবদন্তি ছিলে, আছ ও থাকবে। তুমি ফুটবল খেলা দিয়ে গোটা দুনিয়ার মানুষের মন জয় করেছিলে।”

বর্তমান প্রজন্মের তারকা ফুটবলার ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তিনি লেজেন্ড ফুটবলারকে শ্রদ্ধাজ্ঞাপন করতে টুইট করেছেন, “ফুটবলের ইতিহাসে আপনার নাম চিরকালের মতো সোনার অক্ষরে লেখা থাকবে। গোটা বিশ্বকে তুমি যেমন ভাবে তোমার খেলার মাধ্যমে আনন্দ দিয়েছো, তা সবাই মনে রাখবে।”

এছাড়া বর্তমান প্রজন্মের জার্মান প্রফেশনাল ফুটবলার মেসিউট ওজিল কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি টুইট করে লিখেছেন, “খবরটা অত্যন্ত দুঃখজনক। ফুটবল জগতের ১০ নম্বর জার্সি তোমায় খুব মিস করবে। ফুটবলপ্রেমী সহ গোটা বিশ্ব তোমার মৃত্যুতে শোকাহত। রেস্ট ইন পিস।”

About Author