Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনায় আক্রান্ত আব্দুল মান্নান, ভর্তি বেসরকারি হাসপাতালে

কলকাতা: সুজিত বসু, নির্মল মাজি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পর এবার করোনায় আক্রান্ত হলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বেশ কিছুদিন ধরেই গায়ে সাময়িক জ্বর এবং বেশ কিছু উপসর্গ নিয়ে তিনি…

Avatar

কলকাতা: সুজিত বসু, নির্মল মাজি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পর এবার করোনায় আক্রান্ত হলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বেশ কিছুদিন ধরেই গায়ে সাময়িক জ্বর এবং বেশ কিছু উপসর্গ নিয়ে তিনি ভুগছিলেন। অবশেষে গতকাল, মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষা করা হয়। তারপর সেই রিপোর্ট পজিটিভ আসে। আব্দুল মান্নান এমনিতেই ডায়াবেটিসের রোগী। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁর পরিবার তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে। সেখানেই আপাতত তিনি চিকিৎসাধীন।

সম্প্রতি তিনি দার্জিলিঙে গিয়েছিলেন। চলতি সপ্তাহেই পাহাড় থেকে তিনি শহরে ফিরেছেন। তারপর তিনি এমএলএ হোস্টেলে ছিলেন। সেখানেই প্রথমে ফুসফুসে কিছু সমস্যা দেখা দেয়। তারপর শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়। তারা তড়িঘড়ি অন্যান্য পরীক্ষার পাশাপাশি করোনা পরীক্ষা করান। অবশেষে রিপোর্ট পজিটিভ এসেছে বিলে হাসপাতাল এবং পরিবার সূত্রে জানানো হযেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপাতত আব্দুল মান্নানের শরীরে অক্সিজেনের মাত্রা ঠিকঠাক রয়েছে। ফুসফুসে সংক্রমণজনিত সমস্যা রয়েছে ঠিকই তবে তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে দলের বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

About Author