Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার আপনি পাবেন রঙিন ভোটার কার্ড, কিন্তু কীভাবে? তা জেনে নিন

নয়াদিল্লি: নিজের পরিচয়পত্র হিসেবে যতই আধার কার্ড আসুক না কেন, ভোটার কার্ডের গুরুত্ব অনস্বীকার্য। দেশের নাগরিক হওয়ার জন্য প্রথম অগ্রাধিকার দেওয়া হয় ভোটার কার্ডকে। এমনকি নির্বাচনের সময় নিজের নাগরিকত্ব প্রমাণ…

Avatar

নয়াদিল্লি: নিজের পরিচয়পত্র হিসেবে যতই আধার কার্ড আসুক না কেন, ভোটার কার্ডের গুরুত্ব অনস্বীকার্য। দেশের নাগরিক হওয়ার জন্য প্রথম অগ্রাধিকার দেওয়া হয় ভোটার কার্ডকে। এমনকি নির্বাচনের সময় নিজের নাগরিকত্ব প্রমাণ করার জন্য ভোটার কার্ডকে গুরুত্ব দেওয়া হয়। আর এবার এই ভোটার কার্ডে আসছে নতুনত্ব। জানা গিয়েছে, প্রত্যেক ভোটারকে রঙিন ভোটার কার্ড দেওয়া হবে।

তবে এই রঙিন ভোটার কার্ড পেতে হলে গ্রাহকদের আবেদন করতে হবে। আর আবেদন করার জন্য nvsp (national voter’s service protal) ওয়েবসাইটে যেতে হবে গ্রাহকদের। হোম পেজে গিয়ে সেখান থেকে ভোটার পোর্টাল বক্সে ক্লিক করতে হবে। সেখান থেকে সাধারণ মানুষজনকে https://voterportal.eci.gov.in পোর্টালে যেতে হবে। সেখান থেকে পরবর্তী পেজে গিয়ে প্রার্থীদের পোর্টালে নিজেদের রেজিস্টার করতে হবে। নিজস্ব নতুন account খুলতে হবে প্রার্থীদের। এরপর একটি ফর্মে ভোটাররা নিজের ছবি সহ বেশ কিছু তথ্য প্রদান করবে এবং সেই তথ্য তারপর সাবমিট করতে হবে। এই পুরো প্রক্রিয়ার শংসাপত্র নিজের কাছে রেখে দিতে হবে, তা পরবর্তীকালে কাজে লাগবে। সাবমিট করার বেশ কিছুদিন পর রঙিন ভোটার কার্ড পেয়ে যাবে গ্রাহক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই রঙিন ভোটার কার্ড সাদা-কালো ভোটার কার্ডের থেকে অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর দেখতে হবে বলে জানা গিয়েছে। গ্রাহকদের অনেকটাই আকর্ষণ করবে বলেও দাবি করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। সুতরাং, আগামী নির্বাচনে আপনি চাইলে রঙিন ভোটার কার্ড পেয়ে যেতে পারেন।

About Author