Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ আইএসএলে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি

প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে হেরে জয় পাওয়ার আশায় আজ, বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মুম্বই সিটি এফসি। আইএসএলের শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে মুম্বইয়ের ফুটবলারদের।…

Avatar

প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে হেরে জয় পাওয়ার আশায় আজ, বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মুম্বই সিটি এফসি। আইএসএলের শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে মুম্বইয়ের ফুটবলারদের। তাই দ্বিতীয় ম্যাচে সেই হারের জ্বালা ভুলে জয়ে ফিরতে মরিয়া আরব সাগরের এই দল।

উল্টোদিকে এফসি গোয়ার গ্রাফটা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে হারের মুখ হয়তো সপ্তম আইএসএলে এখনও পর্যন্ত দেখতে হয়নি এই দলকে। তবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমে জয় হাসিল করতেও পারেনি সমুদ্র সৈকতের এই দল। বরং ড্র দিয়ে ম্যাচ শেষ করতে হয়েছিল সেদিন। তাই একাধারে গোয়া এবং মুম্বই দুই দলই জয়ের লক্ষ্যে আজ নিজেদের সেরাটা দেবে বলেই মনে করছে ফুটবল মহল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুই দলেই রয়েছেন তারকাখচিত ফুটবলাররা। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেল রয়েছে দুই দলেই। যদিও এফসি গোয়তে বিদেশি ফুটবলারের আধিক্য বেশি, তবুও দেশি-বিদেশি সব যোদ্ধাদের নিয়ে মুম্বই বধ করতে মরিয়া এফসি গোয়া। অন্যদিকে, ফার্নান্ডোর ছেলেরা এক ইঞ্চি জমিও জমি গোয়াকে ছাড়বে না বলেই ধরে নেওয়া যায়। সুতরাং, প্রতিবেশী দুই শহরের এই লড়াই আজ জমজমাটি হতে চলেছে, এমনটা বলাই যায়।

About Author