The first 🇮🇳 goal scorer of #HeroISL 2020-21 🙌@AnirudhThapa 👏#LetsFootball pic.twitter.com/Ssub1yjomF
— Indian Super League (@IndSuperLeague) November 24, 2020
এরপরে ২৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় চেন্নাই। জামশেদপুরের আইজ্যাক চেন্নাইয়ের ছান্তেকে ধাক্কা মারেন। যার ফলে পেনাল্টি পেয়ে যায় চেন্নাইন এফসি। আর সেই পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে স্কোর লাইভ ২-০ করেন ইসমার। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে জামশেদপুর। অবশেষে প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে দলের হয়ে গোল করে ব্যবধান কমান জামশেদপুরের ভালসকিস। গতবার এই ফুটবলার চেন্নাইন এফসির হয়ে খেলেছিলেন। কিন্তু এবার জামশেদপুরের জার্সিতে গোল করলেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কারণ, প্রথমার্ধে স্কোরলাইন ২-১ থাকলেও দ্বিতীয়ার্ধে গিয়ে সেটার কোনও পরিবর্তন হয়নি। দুই দলের কেউই চেষ্টা করেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি। তাই অবশেষে জামশেদপুরকে হারিয়ে দিয়ে অভিযান শুরু করেছে চেন্নাইইন এফসি।Terrific Thapa, Impressive Isma and Valiant @NValskis 🙌
— Indian Super League (@IndSuperLeague) November 24, 2020
Here's our #ISLRecap of a 🔥 game between @JamshedpurFC and @ChennaiyinFC 📺
Full highlights of #JFCCFC 👉 https://t.co/wppFxgqsZw#LetsFootball pic.twitter.com/UmK5mXdpGv
FULL-TIME | #JFCCFC
— Indian Super League (@IndSuperLeague) November 24, 2020
No joy for Owen Coyle against his former side as Csaba Laszlo's @ChennaiyinFC claim all three points!#HeroISL #LetsFootball pic.twitter.com/chu8SOEqXa