Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চলন্ত অটোয তরুণীর শ্লীলতাহানি, অটোচালককে গ্রেফতার ঘোলা থানার পুলিশের

উত্তর ২৪ পরগনা: সোদপুরের ঘোলায় জনৈক তরুণীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে। সেই অটোচালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সোদপুরের গোলা থানার পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাত দশটা নাগাদ সাজিরহাটে বাড়ি…

Avatar

উত্তর ২৪ পরগনা: সোদপুরের ঘোলায় জনৈক তরুণীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে। সেই অটোচালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সোদপুরের গোলা থানার পুলিশ।জানা গিয়েছে, শুক্রবার রাত দশটা নাগাদ সাজিরহাটে বাড়ি ফেরার জন্য সোদপুরের কাঁচকল মোড় থেকে অটোয উঠে বেসরকারি সংস্থায় কর্মরত এক তরুণী। সেই অটোতে অন্য আর এক যাত্রী ছিল। তিনি ঘোলা বাজারে নেমে যাওয়ার পর সাজিরহাট যেতে অস্বীকার করে অটোচালক। তরুণী সেটা নিয়ে প্রতিবাদ করতে গেলে বচসা শুরু হয়। তারপর অন্ধকার গলিতে ওই তরুণীকে নিয়ে চলে যায় অটোচালক। সেখানে চলন্ত অটোর মধ্যে তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। বাধা দিতে গেলে তরুণীকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।ভয় পেয়ে তরুণী চিৎকার করলে স্থানীয় এলাকার মানুষজন এসে তরুণীকে উদ্ধার করে এবং তারা অটোচালককে আটক করে থানায় খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় ঘোলা থানার পুলিশ। তারপর স্বপন নাহা নামে ওই অটোচালককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
About Author