2012 সালে শিল্পার ছেলে ভিয়ানের জন্ম হয়েছিল। এই বছর ভিয়ানের বয়স হলো আট বছর। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় এসে শিল্পা জানিয়েছেন প্রথমবার মা হওয়ার সময় যথেষ্ট ভয় পেয়েছিলেন তিনি। কিন্তু 45 বছর বয়সে এসে এখন তিনি অনেক পরিণত। শিল্পা বলেন, এখন তিনি অনেকটাই সাহসী। তাঁর 45 বছর বয়সে সামিশার জন্ম হয়েছে। যখন তিনি 50-এ পা দেবেন, তখন সামিশার বয়স হবে 5 বছর হবে, এই কথা ভেবে যথেষ্ট উত্তেজিত শিল্পা। তিনি জানান, সামিশার মা হওয়া তাঁর কাছে রীতিমত প্রিয় একটি চ্যালেঞ্জ। এর জন্য নিজেকে ফিট রাখতে যোগা ও মেডিটেশন শিল্পার অন্যতম পছন্দ।
কন্যা সামিশাকে রাস্তায় বেড়িয়ে পড়লেন শিল্পা শেঠির , ভাইরাল হল ভিডিও
সম্প্রতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার কন্যা সামিশা পাপারাৎজি ক্যামেরাবন্দি হলো। কিছুদিন আগে সকালে ছোট্ট সামিশাকে নিয়ে নিজের অফিসে এসেছিলেন শিল্পা। মেয়েকে কোলে নিয়ে শিল্পা গাড়ি থেকে নামতেই ঝলসে ওঠে…

আরও পড়ুন