Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সিনেমা দেখতে ভালোবাসেন? এবার Facebook থেকে পেয়ে যাবেন সিনেমার টিকিট!

Facebook - এ আসতে চলেছে নতুন ফিচারস। এবার Facebook আপনাকে মনে করিয়ে দেবে সিনেমা রিলিজের ডেট। মিডিয়া রিপোর্ট অনুসারে ফেসবুক দুটি নতুন বিজ্ঞাপন ইউনিট চালু করতে চলেছে - Movie Reminder Ads…

Avatar

Facebook – এ আসতে চলেছে নতুন ফিচারস। এবার Facebook আপনাকে মনে করিয়ে দেবে সিনেমা রিলিজের ডেট। মিডিয়া রিপোর্ট অনুসারে ফেসবুক দুটি নতুন বিজ্ঞাপন ইউনিট চালু করতে চলেছে – Movie Reminder Ads আর Movie Show Time Ads।

Movie Reminder Ads গুলির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা কোন মুভি কবে থিয়েটারে প্রকাশ পাবে তার নোটিফিকেশন পেয়ে যাবে। সিনেমা রিলিজের নোটিফিকেশন পাওয়ার জন্যে ‘Interested’ বাটনে ক্লিক করে রাখতে হবে। রেমাইন্ডার নোটিফিকেশনে ক্লিক করে রাখলে ফেসবুক তাকে সিনেমার পেজে ডিরেক্ট করে দেবে । এখানে গ্রাহকরা সিনার ডিটেল, টাইমিং দেখতে পাবেন আর টিকিটও বুক করতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দ্বিতীয় ফিচার Movie Show Time Ads এর মাধ্যমে জানা যাবে যে কোন মুভিগুলি রিলিজ হয়ে গিয়েছে বা থিয়েটার এ চলছে। এই ফিচারগুলির জন্য ইউজারদের আর নিজেদের পছন্দের সিনেমা মিস করতে হবে না। তবে আপাতত এই ফিচার দুটি শুধুমাত্র US আর UK-এর ইউজাররাই ব্যবহার করতে পারবে।

About Author