হাওড়া: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের জেরে হাওড়া ব্রিজের সেই চেনা চিত্র হয়তো দেখা যায়নি। তবে আনলক পর্বে ধীরে ধীরে হাওড়া ব্রিজ নিজের চেনা ছন্দে ফিরছে। কিন্তু সেই ফেরাতে আচমকাই হল ছন্দপতন। গতকাল, বৃহস্পতিবার বিকেলে অফিস টাইমে হাওড়া ব্রিজের উপর যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে গোটা মিনিবাসটি। যদিও কোনও মৃত্যুর খবর নেই এই ঘটনায়।
জানা গিয়েছে, প্রথমে মিনিবাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপর হাওড়া ব্রিজের ১৮ নম্বর পিলারের সামনেই বাসটি গেলে আচমকাই দাউ দাউ করে জ্বলতে শুরু করে। কোনওক্রমে বাসটি থামিয়ে এমার্জেন্সি গেট দিয়ে নেমে পালিয়ে যায় বাসচালক। আতঙ্কে বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। এর ফলে পড়ে গিয়ে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছে। যদিও আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার আগে সকল যাত্রী বাস থেকে নেমে পড়তে সক্ষম হয়। ফলে এই ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowখবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছায় নর্থ পোর্ট থানার পুলিশও। জানা গিয়েছে, হরিনাভি রুটের এই মিনিবাসটি হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে তদন্তে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনার জেরে হাওড়া ব্রিজের ওপর যানজট দেখা দেয়। পুলিশি তৎপরতায় ব্রেকডাউন ভ্যান নিয়ে এসে বশীভূত হয়ে যাওয়া মিনিবাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর হাওড়া ব্রিজের যান চলাচল স্বাভাবিক হয়।