মাধুরী ও নেনে তাঁদের এই রান্না করার ভিডিওটি ইউটিউবেও শেয়ার করেছেন। এখনও পর্যন্ত রান্নার তিনটি ভিডিও আপলোড করেছেন তাঁরা দুজন। এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে অতিমারির আবহাওয়া দুজনকে বেশ কাছাকাছি এনেছে। তাইতো এমন দুর্দান্ত প্ল্যান নেরিয়ে আসছে মাথা থেকে। এই ভিডিওতে এখনও পর্যন্ত প্রচুর লাইক কমেন্ট এসেছে।
স্বামীকে কাঁচা লঙ্কা খাইয়ে কাঁদিয়ে ছাড়লেন মাধুরী, তুমুল ভাইরাল ভিডিও
৮০র দশক থেকে শুরু করে গোটা ৯০-এর দশক যিনি মাতিয়ে রেখেছিলেন সেই মাধুরী দিক্ষিত এবার রিয়েল লাইফে স্বামী নেনেকে ঝাল ঝাল লঙ্কা খাইয়ে কাঁদালেন। কিন্তু লঙ্কা কেন খাওয়ালেন মাধুরী? আসলে…

আরও পড়ুন