Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত পাঁচ, আহত তিন

মালদা: ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায়। সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, কারখানায় কাজ চলাকালীন হঠাৎ একটি মেশিন…

Avatar

মালদা: ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায়। সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, কারখানায় কাজ চলাকালীন হঠাৎ একটি মেশিন থেকে আচমকাই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মৃত্যু হয় পাঁচজনের। তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ।

জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কারখানায় কাজ চলাকালীন হঠাতই বিস্ফোরণ ঘটে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ছুটে আসে দমকল বাহিনীও। ঘটনাস্থলে ফরেনসিক টিম গিয়ে পৌঁছেছে বলে খবর পাওয়া গিয়েছে। মৃতদের পরিবারের এবং আহতদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণকান্ড নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। এনআইএ তদন্তের দাবি জানিয়েছে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তৃণমূলের তরফ থেকেও পাল্টা জবাব দিয়ে বলা হয়েছে, তাদের হাতেও অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে। জানা গিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সব মিলিয়ে মালদার সুজাপুরে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটা বলাই যায়।

About Author