Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ট্যাঙ্কার এসে সোজা গাড়িতে ধাক্কা, দুমড়ে-মুচড়ে যায় অভিনেত্রীর গাড়ি

এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলেন দক্ষিণী অভিনেত্রী খুশবু সুন্দর। তিনি যখন গাড়ি করে ফিরছিলেন তখন একটি ট্যাঙ্কার এসে সোজা গাড়িতে ধাক্কা দেয়। ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায় পুরো গাড়ি, কিন্তু অল্পের জন্য…

Avatar

এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলেন দক্ষিণী অভিনেত্রী খুশবু সুন্দর। তিনি যখন গাড়ি করে ফিরছিলেন তখন একটি ট্যাঙ্কার এসে সোজা গাড়িতে ধাক্কা দেয়। ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায় পুরো গাড়ি, কিন্তু অল্পের জন্য রক্ষা পান তিনি। দুর্ঘটনাটি ঘটে, বুধবার, সকাল ৯.৩০ নাগাদ, চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কে। দুর্ঘটনার কথা নিজেই টুইট করে জানান অভিনেত্রী খুশবু সুন্দর (Kushboo Sundar)। এদিন খুশবু জানান “মেলমারুভাথুরের কাছে দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। একটি ট্যাঙ্কার আমাদের গাড়ির মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ে। আপনাদের আশীর্বাদে এবং ঈশ্বরের কৃপায় আমরা নিরাপদে আছি। আমরা কুডলোরের উদ্দেশ্যে আমাদের ভেত্রীভেলযাত্রা জারি রাখব। পুলিস পুরো বিষয়টার তদন্ত করছে। লর্ড মুরুগান আমাদের বাঁচিয়েছেন……………” এছাড়াও খুশবু আরও লেখেন যে “সংবাদমাধ্যমকে অনুরোধ করছি, এটা বুঝতে হবে ট্যাঙ্কারটি আমার গাড়িতেই ধাক্কা মারে। অন্য কোথাও নয়। আর আমার গাড়িটি সঠিক পথেই যাচ্ছিল। পুলিস তদন্ত করছে। বিষয়টির মধ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা জানতে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” খুশবু সুন্দর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপিকা যিনি 200 এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি মূলত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে কাজের জন্য পরিচিত। এছাড়াও বিশেষ ভাবে উল্লেখ্য, ২০২০ তে খুশবু সুন্দর বিজেপি তে যোগ দেন। এর আগে খুশবু কংগ্রেস সদস্যা ছিলেন।
About Author