সূত্রের খবর, জঙ্গিরা বাসে করে জম্মু ও কাশ্মীরের দিকে যাচ্ছিল। সেই সময় হাইওয়ের কাছে একটি টোল প্লাজার সামনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। নিরাপত্তা বাহিনীদের ওই বাস দেখে সন্দেহ হয়। তার ফলে তারা টোলের কাছে বাসটিকে থামিয়ে দেয়। সেখানেই সংঘর্ষ বাধে। জঙ্গিরা নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাওয়া দেখে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তারপর এই চারজন জঙ্গি নিহত হয় এবং দুজন সেনা আহত হয়েছেন।জানা গিয়েছে, এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরের জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। চলছে চিরুনি তল্লাশি। যদিও এরা কোন জঙ্গি সংগঠনের জঙ্গি, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এই জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের মদত রয়েছে বলেই মনে করছে ভারতীয় সেনা। সব মিলিয়ে জম্মু ও কাশ্মীরের অবস্থা বেশ উত্তপ্ত, এমনটা বলাই যায়।Jammu and Kashmir: The encounter that was underway near Ban Toll Plaza in Nagrota, Jammu has now concluded. Latest visuals from the site.
— ANI (@ANI) November 19, 2020
Four terrorists neutralised by the security forces, one Police constable injured in the operation. pic.twitter.com/oxdDbTlVzF
CRPF and J&K Police received input about the movement of terrorists from Samba sector towards Nagrota Toll Plaza. They were trapped and eliminated. Total 11 AK-47 rifles have been recovered: Central Reserve Police Force (CRPF) https://t.co/m2KKd9FhJ8
— ANI (@ANI) November 19, 2020