এই ভিডিও ২০০৭ এর। ২০২০ তে পুনরায় ভাইরাল হয়েছে। যেখানে জয়া বচ্চন তাঁর পুত্রবধুর প্রশংসায় পঞ্চমুখ। ২০০৭ এর পরেও ‘কফি উইথ করণ’ শো-তে এসে জয়া বচ্চন খুব প্রশংসা করেছিলেন ঐশ্বর্যর। তিনি বলেছিলেন, ‘আমি ঐশ্বর্যকে খুবই ভালোবাসি। সব সময়ই ওকে ভালোবেসেছি। বাড়িতে ওর মতো একজন তারকা বউকে আমার দারুণ ভালো লাগে ভাবলে। ও খুবই সাধারণ। আমরা সবাই একসঙ্গে খুবই মজা করে থাকি।’ সম্প্রতি এও শোনা যাচ্ছে যে জয়া বচ্চনের বায়োপিক হলে তাতে শাশুড়ির ভুমিকায় ঐশ্বর্য নাকি নিজেই পাঠ করবেন।
ঐশ্বর্যর চোখে জল, শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে মুখ খুললেন জয়া, ভাইরাল হল ভিডিও
গুঞ্জন উঠেছিলো জয়া বচ্চন নাকি বউমা ঐশ্বর্যের উপর ভীষণ খাপ্পা। শাশুড়ি-বউমার সম্পর্ক একদম আদায় কাঁচকলায়। এমনকি ঐশ্বর্য নাকি জয়ার জন্য ঘর ছেড়ে অভিষেক ও আরাধ্যাকে নিয়ে অনত্র্য থাকতেন। তবে বিবাদের…

আরও পড়ুন