Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঠান্ডায় চিনা সেনাদের মোকাবিলা করার জন্য বিশেষ তাবু তৈরি হল লাদাখে

লাদাখ: ভারত-চিন সীমান্তে এখনও পরিস্থিতি উদ্বেগজনক। তাই লাদাখে - ডিগ্রি তাপমাত্রাতেও চিনা সেনাদের মোকাবিলা করার জন্য ভারতীয় সেনারা থাকবে। কিন্তু লাদাখের তীব্র ঠাণ্ডায় সেখানে থাকাটা কষ্টকর, তা আর বলার অপেক্ষা…

Avatar

লাদাখ: ভারত-চিন সীমান্তে এখনও পরিস্থিতি উদ্বেগজনক। তাই লাদাখে – ডিগ্রি তাপমাত্রাতেও চিনা সেনাদের মোকাবিলা করার জন্য ভারতীয় সেনারা থাকবে। কিন্তু লাদাখের তীব্র ঠাণ্ডায় সেখানে থাকাটা কষ্টকর, তা আর বলার অপেক্ষা রাখে না। আর তাই ভারতীয় সেনাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেখানে।চলতি মাসের শেষ থেকে তুষারপাত শুরু হবে লাদাখে। এমনকি ৪০ ফুট পর্যন্ত বরফের স্তুপ তৈরি হয়ে যায়। সেখানে তাই সেনাবাহিনীর সঙ্গে থাকার কোনও অসুবিধা না হয়, সেদিকে এখন নজরপাত দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।এখনই লাদাখে তাপমাত্রা -২০ থেকে ২৫ ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে। লাদাখে সব সময় ছ’মাস তীব্র ঠান্ডা থাকে। তাই গত জুলাই মাস থেকেই শীতকালে চিনা সেনাদের মোকাবিলা করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে লাল ফৌজদের মোকাবিলা করতে কোনও অসুবিধা না হয় ভারতীয় সেনাদের।
About Author