বিয়ের পর আর বলিউডে ফেরা হয়নি। দীর্ঘ বছর অতিক্রম করার পর আবার করণ জোহরের প্রযোজনা সংস্থার ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন সত্তর দশকের চকলেট বয় ঋষির স্ত্রী নীতু। এবারে পর্দায় ফেরার জন্য তাঁকে উৎসাহিত করেছেন দুই সন্তান রণবীর ও ঋদ্ধিমা। এই নতুন ছবির নাম ‘যুগ যুগ জিও’। ইউটিউবার প্রযুক্তা কোলি প্রথম বার ‘যুগ যুগ জিও’ মুভির মাধ্যমে প্রথমবার পরিচালক হিসাবে বি টাউনে পা রাখছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই সিনেমায় নীতু কাপুরের পাশাপাশি থাকবেন বরুণ, কিয়ারা, সহ অনিল কাপুর।
এত বছর পর বি টাউনে ফিরে খুব মিস করছেন ঋষি কাপুরকে নীতু। একটা সময় তাঁদের প্রেম নিয়ে বেশ চর্চা হত বলি টাউনে। সম্প্রতি নীতু সিং তার মেক আপ রুমের একটি ছবি দিয়ে লেখেন যে তিনি ঋষি কাপুরকে খুব মিস করছেন।
সেই, ১৯৭৩’ সালে ববি সিনেমায় ডিম্পল কাপাডিয়ার সঙ্গে রূপোলি পর্দায় অভিনয় শুরু ঋষির, সেখান থেকেই গাঢ় বন্ধুত এবং পরস্পরের প্রতি প্রেমে পড়লেও সেই ভালবাসা পরিণতি পায়নি। এরপর ১৯৭৪ সালে ‘জেহরিলা ইনসান ‘ ছবির সেটে প্রথম দেখা নীতু সিং -এর সঙ্গে। সেখান থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয়েছিল।
জীবনে যতবার প্রেমে পড়েছেন ঋষি সেই সমস্ত ঘটনা নির্ধিদ্বায় নীতুকে বলে দিতেন তিনি। কাভি-কাভি’, ‘অমর-আকবর-অ্যান্টনি’, ‘লাভ আজ কাল’, ‘রাফু চক্কর’, ‘বেসরম’, ‘দো দুনি চার’, ‘জিন্দা দিল’, ‘খেল খেল ম্যায়’, ‘দুসরা আদমি’, ‘আনজানে ম্যায়’, ‘ধন দৌলত’ সহ একাধিক ছবিতে জুটি বেধেছিলেন এই লাভবার্ডস।
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই আর কোনও ছবি করেননি অভিনেত্রী নীতু সিং। সংসার নিয়েই ব্যস্ত ছিলেন। স্ব-ইচ্ছায় বলিউড থেকে বিদাই নিয়েছিলেন নীতু।
এখন সত্তর দশকের চকলেট বয় ঋষি কাপুর আর নেই, কিন্তু তার স্মৃতি আঁকড়ে আবার বলিউডে ফিরতে চলেছেন অভিনেত্রী নীতু সিং।