Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একুশের ভোটের “স্ট্র্যাটিজি” তৈরিতে তোড়জোড় গেরুয়া শিবিরে, আগামীকালই বৈঠক হবে কলকাতায়

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। বিহার নির্বাচনে জয়লাভের পর আবার নয়া উদ্যোমে বাংলার গেরুয়া শিবির বাংলা জয়ের উদ্দেশ্যে কাজে ঝাঁপিয়ে পড়েছে। সম্প্রতি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা…

Avatar

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। বিহার নির্বাচনে জয়লাভের পর আবার নয়া উদ্যোমে বাংলার গেরুয়া শিবির বাংলা জয়ের উদ্দেশ্যে কাজে ঝাঁপিয়ে পড়েছে। সম্প্রতি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলায় বিজেপি শাসন প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে। এরইমধ্যে কাল অর্থাৎ মঙ্গলবার কলকাতায় আসন্ন নির্বাচনের জন্য ব্লুপ্রিন্ট বানাতে বৈঠক হবে বলে জানা গিয়েছে।

এর আগে ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল বিজেপির কাছে সত্যিই আনন্দের ছিল। কিন্তু রাজ্য নেতৃত্বরা লোকসভা নির্বাচনকে তাদের সেমিফাইনাল মনে করত। এবারের ২০২১ বাংলা বিধানসভা নির্বাচন তাদের কাছে মেগা ফাইনাল। তারা তাদের সমস্ত শক্তি ও স্ট্র্যাটিজি নিয়ে বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে। কালকের বৈঠকে নির্বাচনী প্রস্তুতির দিকনির্দেশ করতে উপস্থিত থাকবেন বি এল সন্তোষ এবং অমিত মালব্য। এছাড়াও থাকছেন বিভিন্ন রাজ্য নেতৃত্ব।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এতদিন ধরে নির্বাচনী প্রস্তুতির সমস্ত বৈঠক দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব দের সাথে হত। এবার দিল্লির বদলে বৈঠক হবে কলকাতায়। বৈঠকে অরবিন্দ মেনন, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় ও শিবপ্রকাশের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। কালকের বৈঠকে মূলত নির্বাচনের জন্য এবার কি করে বাংলার গেরুয়া শিবির পদক্ষেপ নেবে তা নিয়ে আলোচনা হবে। আসন্ন ভোটের কোন কোন বুথে কমিটি হয়নি, তা নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও রাজ্য বিজেপি মিডিয়া ও আইটি সেলের রদবদল হবে বলেই মনে করা হচ্ছে। এবার বাংলায় বিজেপি শাসন আনতে দিলীপ ঘোষ, মুকুল রায় ও অমিতাভের মত ব্যক্তিকে একজোট হয়ে কাজ করার উপদেশ দেওয়া হবে এই বৈঠকে।

About Author