Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মা হতে চলেছেন অনুষ্কা, দীপাবলির উৎসবে অন্তঃসত্ত্বা অবস্থায় সেজে উঠলেন অনুষ্কা শর্মা

দীপাবলির উৎসবে সেজে উঠেছে গোটা দেশ। আলোর উৎসবে এবার সুভ্র বসনে সেজে উঠলেন বিরাট ঘরণী অনুষ্কা। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন তারকাদের দীপাবলি উদযাপনের ছবি। সম্প্রতি ভাইরাল হয়েছেন অনুষ্কা ও আরেক…

Avatar

দীপাবলির উৎসবে সেজে উঠেছে গোটা দেশ। আলোর উৎসবে এবার সুভ্র বসনে সেজে উঠলেন বিরাট ঘরণী অনুষ্কা। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন তারকাদের দীপাবলি উদযাপনের ছবি। সম্প্রতি ভাইরাল হয়েছেন অনুষ্কা ও আরেক অভিনেত্রী রিচা চাড্ডা। একজন সেজেছেন সাদা সালোয়ার স্যুটে তো একজন সেজেছেন ট্র্যাডিশনাল শাড়িতে। বর্তমানে অনুষ্কা সন্তানসম্ভবা, ২০২১ এই আসতে চলেছে তাঁর ঘরে নতুন সদস্য। তাই হালকা সাজে সেজে উঠেছেন অভিনেত্রী। কানে ঝোলা দুল, পায়ে সাদা জুতো ও পরনে সাদা সালোয়ার। সব মিলিয়ে অনুষ্কাকে শান্ত শীতল লাগছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে অভিনেত্রী রিচা চাড্ডা, যিনি এখনও পর্যন্ত বহু বলিউড মুভিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তবে, ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ২০১৩-এ ‘ফুকরে’র সেটে প্রথম দেখা হয় রিচা ও আলির। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব ও প্রেম। এবারে রিচা একদম অনন্য কায়দায় দীপাবলির শুভেচ্ছা জানালেন সকলকে। সবুজ শারি-ব্লাউজে রিচা একদমই আলাদা লাগছিলেন। হাতে ফুল নিয়ে দীপাবলির শুভেচ্ছা জানালেন তিনিও।

About Author