Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাকিস্তানের ভাষাতেই জবাব দেওয়া হোক তাদের, উরিতে পাক হামলার বিষয়ে বিস্ফোরক অধীর 

কাশ্মীরে হামলার পাল্টা হামলার ব্যবস্থা নেওয়ার দাবি তুলতে দেখা গেল কংগ্রেস সংসদ অধির চৌধুরীকে। এইদিন এই বিষয়ে সাংসদ বলেন," পাকিস্তান বারংবার সীমান্তে হামলা করছে। এই হামলার মাধ্যমে তারা চায় ভারতে…

Avatar

কাশ্মীরে হামলার পাল্টা হামলার ব্যবস্থা নেওয়ার দাবি তুলতে দেখা গেল কংগ্রেস সংসদ অধির চৌধুরীকে। এইদিন এই বিষয়ে সাংসদ বলেন,” পাকিস্তান বারংবার সীমান্তে হামলা করছে। এই হামলার মাধ্যমে তারা চায় ভারতে ব্যতিব্যস্ত করে রাখতে। এটাই পরিকল্পনা তাদের।”তবে এখানেই শেষ নয়, লাদাখে তৈরি উত্তেজনার প্রসঙ্গ ও টানতে দেখা গিয়েছে অধীরকে। এই বিষয় টেনে অধীর বলেন,”লাদাখে ভারতীয় সেনার ক্ষমতা দেখে কিছু করতে পারছেনা চীন। তাই তারা ভারতে বিরক্ত করতে পাঠিয়েছে পাকিস্তানকে।” এইদিন সাংসদ আরও বলেন,”শীত প্রায় এসেই গেল। ওই দিনে ভারতীয় সেনা বসে রয়েছে হাই অল্টিটিউডে। সেখানে যে ভারতীয় সেনা পাল্টা হামলা করতে জানে, তা জানে তারা। এর প্রমাণ সিয়াচেন। তাই তারা চাইছে পাকিস্তানকে দিয়ে ভারতে বিরক্ত করতে। এতে অন্যদিকে ঘুরে যাবে ভারতের মন।”প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার উরিতে পাক সেনার অতর্কিত ফায়ারিং এ প্রাণ গিয়েছে তিনজন নিরীহ গ্রামবাসীর। মারা গিয়েছেন দুইজন ভারতীয় সেনাও। তবে থেমে থাকেনি ভারতীয় সেনাও। তাদের পাল্টা আঘাতে প্রাণ হারিয়েছেন ৭-৮ জন পাক-সেনাও। অন্যদিকে ১০ জন পাক সেনা আহত গুরুতর ভাবে। এছাড়া পাক সেনার লঞ্চ প্যাড এবং ছাউনি ও ধ্বংস করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা।এইদিন অধীরবাবু দাবি করেন লাদাখ এবং কাশ্মীরে শত্রু মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে ভারতীয় সেনাকে। তার বক্তব্য, ভারতীয় সেনার ক্ষমতা রয়েছে। এছাড়াও এইদিন তিনি সমবেদনা জানিয়েছেন শহিদ জাওয়ানদের পরিবারদের।
About Author