রাজীব ঘোষ: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটি থেকে ইতিমধ্যে বাংলা চলচ্চিত্র জগতের দুই অভিনেতা অভিনেত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন সরে এসেছেন।এবার পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মনোজ মিত্র।বাংলার শিল্প-সংস্কৃতি জগতের মানুষেরা এভাবে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে সরে আসার ফলে রাজ্য জুড়ে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
এই ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, আমাদের মনে হয় কোথাও শিল্প-সংস্কৃতি জগতের এই ব্যক্তিরা হয়তো উপযুক্ত সম্মান ও গুরুত্ব সেভাবে পাচ্ছেন না।রাজ্য সরকারের এই বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত।বাংলার শিল্প-সংস্কৃতি চর্চাকে চালু রাখার জন্য এই সব শিল্প-সংস্কৃতি জগতের মানুষদের যথাযথ সম্মান দেওয়া উচিত।বর্ষীয়ান অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র তথ্য ও সংস্কৃতি দফতরে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন।নাট্য অ্যাকাডেমির কমিটির তালিকায় ঊষা গঙ্গোপাধ্যায়, হরিমাধব মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজনের নাম ছিল না।মনোজ মিত্র তখন জানিয়েছিলেন, ওই তালিকায় কাদের রাখা হবে সেটা তিনি জানতেন না।তাকে সেই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা হয় নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowস্বাভাবিক ভাবেই রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এইভাবে শিল্প-সংস্কৃতি জগতের বিদগ্ধজনেদের রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে সরে আসায় রাজ্য জুড়ে বিশেষ করে সাংস্কৃতিক মহলে চর্চা শুরু হয়েছে।প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি রাজ্যের তৃণমূল সরকার সংস্কৃতি জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সেইভাবে কোনো গুরুত্ব দিচ্ছেন না?নাকি কোনো কোনো সময় স্বাধীন মতামত পেশের কারণে তৃণমূল সরকার তাদের যথাযথ সম্মান দিচ্ছে না।সম্প্রতি বাংলা চলচ্চিত্রের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজ্যের বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
তারপরেই দেখা যায়, তাকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটি থেকে সরে গেলেন।সেই ঘটনার পর আরেক চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন এই কমিটি থেকে সরে যান।আর সম্প্রতি বর্ষীয়ান নাট্যকার মনোজ মিত্রের নাট্য অ্যাকাডেমির সভাপতি পদ থেকে সরে যাওয়ায় এর মধ্যে অন্য ধরনের বিষয় দেখতে পাচ্ছে অভিজ্ঞ মহল।যদিও মনোজ মিত্র তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন।তবুও এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে।