খেলা

আজ নৌসেনার মুখোমুখি মোহনবাগান!

Advertisement
Advertisement

সুরজিৎ দাস: ডুরান্ডের ম্যাচে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় নৌসেনার মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। সেমির টিকিট কার্যত নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান তাই এই ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে কিন্তু কিবু চাইছেন সেমি ফাইনালের ড্রেস রিহার্সাল হিসেবে এই ম্যাচ টা ব্যবহার করতে। আগামী ২১ তারিখ রিয়াল কাশ্মীর (সম্ভব্য প্রতিপক্ষ) এর মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন শিবির তার আগে এই ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে ঝাঁপাতে চাইছে মোহনবাগান। মোহন মাঝমাঠের প্লেমেকার জোসেবা বেইতিয়া চোটের কবলে থাকায় এদিন মাঠে নামতে পারবেন না ফলে অপর তিন বিদেশি ফ্রান মোরান্তে, ফ্রান গোঞ্জালেস ও সালভা চামোরা শুরু থেকে খেলবে অপরদিকে এদিন মাঠে নামতে পারেন ইস্টবেঙ্গল থেকে সদ্য মোহনবাগানে আসা লালরাম চুল্লোভা। অপরদিকে নৌসেনার দলটিও যথেষ্ট শক্তিশালী দলের প্রত্যেকটি ফুটবলারের শারীরিক দক্ষতা চোখে পরার মতো। মোহনাবাগান ডিফেন্স গত তিন ম্যাচে পাঁচ গোল হজম করেছে তাই এদিনের ম্যাচ মোহন ডিফেন্সেরও পরীক্ষা। কলকাতা লিগে এখনো জয় অধরা বাগানের তাই ডুরান্ড কেই পাখির চোখ করতে চাইছেন বাগান কোচ কিবু ভিকুনা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button