Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজি ফাটানো চলছিল আবাসনে, বাধা দিতে গিয়ে আক্রান্ত সাত পুলিশকর্মী

হাওড়া: হাইকোর্ট এবং গ্রিন ট্রাইবুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে এ বছর দেশের বেশ কয়েকটি রাজ্যে বাজি ফাটানো যাবে না। যার মধ্যে অন্যতম রাজ্য হল পশ্চিমবঙ্গ। কিন্তু নির্দেশ দিয়েছে বলেই যে…

Avatar

হাওড়া: হাইকোর্ট এবং গ্রিন ট্রাইবুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে এ বছর দেশের বেশ কয়েকটি রাজ্যে বাজি ফাটানো যাবে না। যার মধ্যে অন্যতম রাজ্য হল পশ্চিমবঙ্গ। কিন্তু নির্দেশ দিয়েছে বলেই যে মানতে হবে এমন কোনও কথা আছে? এমনই একটা ভাব প্রকাশ করল হাওড়ার একটি অভিজাত ও আবাসন। কার্যত সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ওই আবাসনে চলছিল বাজি ফাটানো। খবর পেয়ে বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আবাসনের বাসিন্দাদের কাছে বেধড়ক মার খেয়ে আহত সাত পুলিশকর্মী। এই ঙ্ক্কারজনক ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি থানা এলাকায়।এই ঘটনায় পুলিশকে মারধরের অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করা হযেছে। এদের গ্রেফতার করে মামলা শুরু করা হবে বলে বালি থানার তরফ থেকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ।আক্রান্ত পুলিশ কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে টিএল জয়সওয়াল  হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাদের।এখন প্রশ্ন হল, যেখানে সরকারি তরফে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে কেন এমন বাজি ফাটানোর মতো গুরুতর কাজ করা হচ্ছিল? সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ হতেই মুহূর্তের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। পুলিশকর্মীদের মারধরের প্রতিবাদেও নেমেছেন নেটিজেনরা। সব মিলিয়ে ওই আবাসনের চারপাশ এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
About Author