সুরজিৎ দাস: শেষ কবে এই ভাবে লা লিগা অভিযান শুরু করেছিলো বার্সেলোনা তা কিন্তু বল কঠিন। মরশুমের প্রথম ম্যাচেই অপর স্পানিশ ক্লাব আতলেতিকো বিলবাও এর কাছে ১-০ গোলে হারতে হলো বার্সা কে। এদিন দলে ছিলেন না লিও মেসি, সুয়ারেজও প্রথমার্ধে চোট পেয়ে উঠে যান অপরদিকে ফিলিপে কুটিনহো চলে গেছেন বায়ার্নে। কিন্তু এদিন শুরু থেকে খেললেন বার্সার দুই নবাগত তারকা আন্তোনিও গ্রিজম্যান ও ফ্রাঙ্কি ডি জং কিন্তু নজর কাড়তে ব্যর্থ হন তারা। খেলার শুরু থেকেই ভাগ্যদেবতা বিমুখ ছিলেন বার্সার উপর শুরুতেই দুটো শট বারে লেগে ফিরে আসে এরপরেও অনেক সুযোগ পান বার্সার ফুটবলার রা কিন্তু গোলমুখ খুলতে পারেন নি কেউই। অপরদিকে বিলবাও এর পক্ষে সুপার সাব হয়ে ওঠেন আরৎিজ আদুরিজ ৮৮ মিনিটে তার গোলেই বার্সার হার নিশ্চিত হয়। যদিও এদিন প্রশ্ন থেকেই গেলো মেসিহীন বার্সার ভবিষ্যৎ নিয়ে, ১২০ মিলিয়ন ইউরোতে বার্সায় সই করা আন্তোনিও গ্রিজম্যান ও নিষ্প্রভ ছিলো এই ম্যাচে এখন দেখার পরের ম্যাচ গুলোয় কতোটা ঘুরে দাঁড়াতে পারে বার্সেলোনা।
প্রথম ম্যাচেই অঘটন বার্সার!
সুরজিৎ দাস: শেষ কবে এই ভাবে লা লিগা অভিযান শুরু করেছিলো বার্সেলোনা তা কিন্তু বল কঠিন। মরশুমের প্রথম ম্যাচেই অপর স্পানিশ ক্লাব আতলেতিকো বিলবাও এর কাছে ১-০ গোলে হারতে হলো…

আরও পড়ুন