পাটনা: দেশ জুড়ে বেশিরভাগ জায়গায় যেখানে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সিপিএম বা বাম দল, ঠিক সেখানেই অপ্রত্যাশিত ভাল ফল করল বামেরা। দীর্ঘ আড়াই দশকেও এমন উত্থান লক্ষ্য করা যায়নি। সীতারাম ইয়েচুরি নিজে বলেছেন, বিহারে সিপিএম ভাল ফল করেছে। সেখানে তাদের স্ট্রাইকরেট ৮০% বলেও দাবি করেছেন তিনি।
মহাজোট করে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে হাত ধরে বিহারে বিধানসভা নির্বাচনে লড়তে নেমেছিল বাম দল। একা তেজস্বী যাদবের কাঁধে ভর করে বাকিরা এগোচ্ছিলেন। এমনকি বুথ ফেরত সমীক্ষাও বলছিল, তেজস্বী যাদব পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের মসনদে বসবেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ রক্ষা না হলেও ১৬টি আসন জিতে মোটের ওপর সিপিএমের ফল গোটা বিহারে যথেষ্ট ইতিবাচক বলে মনে করছে রাজনৈতিক মহল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতথ্য বলছে, শেষ সিপিআইএমএল বিহারে বামেরা শেষ ভালো ফল করেছিল ১৯৯৫ সালে, অবিভক্ত বিহারে সেবার লালুপ্রসাদের দলের সঙ্গে জোট করে লড়েছিল বামেরা। এরপরে টিমটিম করে জ্বলেছে দলের অস্তিত্ব। ২০০৫ এ সিপিএম বিহারে সিপিএম দুটি আসন পায় আর ২০১০ সালে সিপিআই বিহারে ১টি আসন জিতেছিল। এই অবস্থা থেকে বামেরা এতটা ঘুরে দাঁড়াবে অনেকেই ভাবেনি।