আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন (Teri Aakhya Ka Yo Kajal) এর অন্যতম সিঙ্গার ও পারফর্মার স্বপ্না চৌধুরী। একটা সময় মঞ্চে নেচে টাকার বৃষ্টিতে ভিজতেন স্বপ্না, এবারে সেই জায়গায় এলেন ছিপছিপে সুনীতা বেবি। লিউডি ধুনে সাহসী শরীর প্রদর্শনে হিট সুনীতা এখন। মনোরঞ্জনের খাজনা এখন ভরে দিচ্ছেন উন্নত বক্ষের সুনীতা বেবি। ট্র্যাডিশনাল ড্রেসেও শরীরী হিল্লোল তুলে মঞ্চ কাঁপাচ্ছেন এই পারফর্মার। এই মুহূর্তে দর্শকরা চোখের সুখ করে নিচ্ছেন সুনীতা বেবির নাচে৷ সম্প্রতি একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে হলুদ রঙের সালোয়ার কামিজে ক্রেজি ঠুমকা দিচ্ছেন তিনি। কখনো উন্নত বক্ষ বেড়িয়ে আসছে সালোয়ারের উপরি অংশ থেকে তো কখনো পশ্চাৎ ভাগের হিল্লোল, সবমিলিয়ে এই সুনীতা বেবি এখন স্বপ্না চৌধুরীকে টেক্কা দিচ্ছেন। দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও, চোখ আপনারও কপালে উঠবে। হ্যালো ব্রাদার ছবির গান ‘হাটা সাওয়ান কি ঘটা’-তে জমিয়ে পারফরম্যান্স করেছেন তিনি৷https://www.youtube.com/watch?v=AOwLWaW2QCQ&feature=emb_title&ab_channel=PandeyCareস্বপ্না চৌধুরী যাকে হরিয়ানার কুইন বলা হয়, কিছু মাস আগে তিনি সন্তান প্রসব করেন। তাই আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। তবে তাঁর বিয়ের খবর জানতেন না কেউ। এ বছরের জানুয়ারি মাসেই নাকি তিনি বিয়ে সেরেছেন লুকিয়ে। আপাতত বাচ্চাকে সময় দিচ্ছেন স্বপ্না। খুব শীঘ্র নাচের জগতে ফিরবেন স্বপ্না এমন আশ্বাস দিয়েও রেখেছেন ভক্তদের তিনি।