মেয়েটির এমন দৃশ্য দেখে সাধারণ মানুষ স্থানীয় পুলিশকে খবর দেয়। উপস্থিত জনতা ও পুলিশকর্মীরা তাঁকে নামানোর জন্য বহু অনুরোধ করলেও সেই মেয়ে নামে না। শেষ পর্যন্ত আসরে নামেন প্রেমিক। সেই প্রেমিকের কথাতেই ওই মেয়ে নীচে নামে। কিন্তু ততোক্ষণে সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।Madhya Pradesh: A girl climbed atop a hoarding at Bhandari Bridge in Indore's Pardesipura
— ANI (@ANI) November 9, 2020
"A minor girl climbed a hoarding demanding to marry a boy against her mother's wish. She later came down on boy's insistence," says Pardesipura Station Incharge Ashok Patidar
(08.11.2020) pic.twitter.com/lluvZVr9qc
প্রেমিক ছাড়া অন্য কাউকে বিয়ে নয়, বিজ্ঞাপনের হোডিং এর উপর উঠে আর্তনাদ কিশোরীর
প্রেমিকের সঙ্গেই বিয়ে দিতে হবে। প্রেমিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না মেয়ে। বাবা-মা রাজী না হওয়াতে ‘শোলে’-র বীরুকে মনে করিয়ে দেয় এই মেয়ে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে,…

আরও পড়ুন