Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

FIR হবেনা কৈলাস-মুকুল-অর্জুনের বিরুদ্ধে, রায় হাইকোর্টের

আজ কলকাতা হাইকোর্টের রায়ে বেশ অনেকটা শান্তির নিঃশ্বাস ফেললেন কৈলাস, মুকুল , অর্জুন এবং রাকেশ। বেশ অনেকটাই শান্তির মহল গেরুয়া শিবির ঘিরে। শান্তি পেয়েছেন বিজেপির উচ্চ নেতৃত্বরা।   নবান্ন অভিযানের…

Avatar

আজ কলকাতা হাইকোর্টের রায়ে বেশ অনেকটা শান্তির নিঃশ্বাস ফেললেন কৈলাস, মুকুল , অর্জুন এবং রাকেশ। বেশ অনেকটাই শান্তির মহল গেরুয়া শিবির ঘিরে। শান্তি পেয়েছেন বিজেপির উচ্চ নেতৃত্বরা। নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং এবং রাকেশ সিংয়ের ওপর কোনো FIR দায়ের করতে পারবে না পুলিশ। এমনটাই রায় দিল আজ কলকাতা হাইকোর্ট। তবে এই রায় চলবে ২৬ ই নভেম্বর পর্যন্ত। ২৬ এ নভেম্বরের পরে FIR দায়ের করা যাবে নাকি সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে নিশ্চিতভাবে তার আগে দায়ের করা যাবেনা। প্রসঙ্গত উল্লেখ্য, নবান্ন অভিযানের দিন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতাদের বিরুদ্ধে FIR দায়ের করেছিল হেস্টিংস থানা। সেই FIR খারজিরের জন্য আদালতে যান গেরুয়া শিরিবের এই নেতারা। মামলাটি ওঠে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। আজ সেই মামলার ই ডেট দেওয়া হয়েছিল। আজ বিচারপতি রায়ের মাধ্যমে জানান যে ২৬ তারিখের মধ্যে এদের বিপক্ষে এই কারণে কোনো FIR দায়ের করতে পারবেনা পুলিশ। আগামী ২৬ এ নভেম্বর পর্যন্ত তদন্তের উপর অন্তর্বতী স্থগিতাদেশ জারির নির্দেশ ও দিয়েছে হাইকোর্ট। আদালতের এই নির্দেশে অনেকটাই শান্তির নিঃশ্বাস পড়েছে গেরুয়া শিবিরে। উল্লেখ্য, কিছুদিন আগে বিজেপি হতে এক নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। সেই অভিযানের দিন জলকামান থেকে বিজেপি কর্মীদের ওপর একধরনের বেগুনি জল ছুড়েছিল পুলিশ। সেই ঘটনা নিয়েই সোমবার লোকসভা স্পীকারের কাছে অভিযোগ করেছেন বিজেপি নেতা তেজস্বী সূর্য। তার দাবি,” সেদিন জল ব্যবহার করা হয়েছিল, সেখানে মেশানো ছিল করোনার কোনো রাসায়নিক।”
About Author