বাচ্চাদের মন এমনিতেই নিষ্পাপ হয়। ধর্মীয় রীতিনীতি সম্পর্কে তাঁদের কোন ধারণা থাকে না। বাচ্চারা একমাত্র খেলাধুলো ও আনন্দ বোঝে, এর বাইরে সমস্ত জগত তাঁর কাছে অপরিচিত এবং আশ্চর্যের। তাই যেইমাত্র পাদ্রী আশীর্বাদের জন্য হাত তুলেছেন ওমনি বাচ্চাটি মজার ছলে ‘হাই ফাইভ’ করে। এই ব্যপারটি সাধারণত আমরা বন্ধুদের সঙ্গে মজার ছলে করি। বাচ্ছাটিও মজাই করে পাদ্রীর সঙ্গে। এদিকে পাদ্রীও এই বাচ্চাকে দেখে সিরিয়াসনেসের মাঝে একটু হেসে নেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সেটি ২২ লাখেরও বেশি দর্শক দেখেছেন। লাইক পড়েছে ২৮,৯০০। রি-টুইট হয়েছে ৬,৩০০ বার।Father is saying a blessing.
— Rex Chapman?? (@RexChapman) October 21, 2020
The innocence of a child.
They’re trying not to laugh.
Best thing you’ll see today… pic.twitter.com/8ueI8JLhnf
পাদ্রীর সঙ্গে ‘হাই-ফাইভ’ এক খুদের, ভিডিওয় মুগ্ধ নেটিজেনরা
এক পাদ্রী ও এক খুদের মজার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে। সাদা গাউন, সাদা মাস্ক পরা এক বাচ্চা মেয়ে গির্জায় গিয়ে ফাদারের সঙ্গে 'হাই ফাইভ' করে। ব্যপারটি হয়েছে…

আরও পড়ুন