অর্জুন রামপালের লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলার ভাইকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করার পরেই অর্জুন রামপালের উপর সমস্ত সন্দেহের তীর এসে পরে এনসিবি-র। এদিকে ফিরোজ নাদিয়াদওয়ালার পরিবার থেকে তাঁর স্ত্রী শাবানাকে গ্রেফতার করে। এই প্রযোজকের বাড়ি থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে এনসিবি।Narcotics Control Bureau summons actor Arjun Rampal: NCB official https://t.co/9GTdtAdvyy
— ANI (@ANI) November 9, 2020
এখনও পর্যন্ত এনসিবি মাদক কাণ্ডে একে একে দিপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপূর, রকুলপ্রীত সিং-দের মতো বলিউডের নামী তারকাদের ডেকে পাঠিয়ে জেরা করে। এবারে পালা অর্জুন রামপালের। তাঁর সবকটি বাড়িতে তল্লাশি চালিয়েছে এনসিবি-র কর্মকর্তারা, বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ব্যবহৃত সমস্ত ইলেক্ট্রনিক্স গ্যাজেট।NCB officials leave actor Arjun Rampal's premises in Mumbai, #Maharashtra https://t.co/oTy1kHHDz4 pic.twitter.com/sWvuildv8d
— ANI (@ANI) November 9, 2020