মধ্যমগ্রামের এক শপিংমলে শ্রাবন্তী তার ফিটনেস হাব খুলেছেন। শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং একজন ফিটনেস ফ্রিক মানুষ। রোশনের সঙ্গে থাকাকালীন শ্রাবন্তী রোজ নিয়ম করে শরীর চর্চা করতেন। কিন্তু গুঞ্জন উঠেছে শ্রাবন্তীর সঙ্গে রোশনের বিচ্ছেদের পর্ব। এই বছর সিঁদুর দান উৎসব হোক বা পুজো কোন অনুষ্ঠানেই শ্রাবন্তী-রোশনকে একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাঁর ইন্সটাগ্রাম থেকে সব ছবি ডিলিট। টলিপাড়া এখন শ্রাবন্তীর বর্তমান স্ট্যাটাস নিয়ে সরগরম। ঠিক তখনই মধ্যমগ্রামে খোলা হল এক বিরাট জিম।
শ্রাবন্তীর জীবনে আসল খুশির খবর, ভিডিওতে খোলসা করলেন খোদ অভিনেত্রী
মহামারীর মধ্যে হাজার ব্যস্ততার মধ্যেও টলি ডিভা দিলেন সুখবর। নতুন ফিটনেস জিম খুলেছেন শ্রাবন্তী। নাম রেখেছেন ‘ফিটনেস এম্পায়ার’। রবিবারে এই জিমের উদ্বোধন হয়। এদিন অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে…

আরও পড়ুন