Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাবা-মাকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার বায়না এক পুঁচকে মেয়ের, ভাইরাল ভিডিও

লকডাউনে শিশুদের অবস্থা খুবই খারাপ হয়েছে। তাঁরা না পেরেছে বাইরে খেলতে, না বাবার কাঁধে চেপে রেলগাড়ি দেখতে, না পেরেছে বাবার সাইকেল করে বাজারে যেতে। গৃহবন্দী দশা তাঁদের জন্য সত্যি কষ্টকর।…

Avatar

লকডাউনে শিশুদের অবস্থা খুবই খারাপ হয়েছে। তাঁরা না পেরেছে বাইরে খেলতে, না বাবার কাঁধে চেপে রেলগাড়ি দেখতে, না পেরেছে বাবার সাইকেল করে বাজারে যেতে। গৃহবন্দী দশা তাঁদের জন্য সত্যি কষ্টকর। তেমনই এক পুঁচকে মেয়ে তাঁর আর বাড়িতে থাকতে ভাল লাগছেনা,‌ সে কাঁধে ব্যাগ আর পায়ে চটি নিয়ে শ্বশুরবাড়ি পাড়ি দিচ্ছে।হ্যাঁ, মেয়েদের শ্বশুর বাড়ি যাওয়ার চল শুরু থেকে আছে। মেয়ে সন্তান মানেই জীবনে যত অগ্রগতি করুক না কেন বিয়ে করে তাঁকে শ্বশুর বাড়ি যেতেই হবে। এই খানেও তাই হয়েছে। একরত্তি মেয়ে গলায় ব্যাগ ঝুলিয়ে গেট খোলার চেষ্টা করছে। তাঁকে যখন প্রশ্ন করা হচ্ছে যে সে কোথায় যাবে তখন সে আধো আধো গলায় বলে দরজা খুলতে শ্বশুরবাড়ি যাব।পুতুল খেলতে খেলতে বাচ্চারা বুঝে যায় যে তাঁদের শ্বশুর বাড়ি যেতে হবে, ওখানে বর থাকে, রান্না করতে হয়। তাই এই বাচ্চাটিও খেলতে খেলতে জেনে গিয়েছে তাঁকেও একদিন শ্বশুর বাড়ি যেতে হবে। দেখুন সেই পুঁচকের মজার ভিডিও। ভিডিওটি কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে আর তাতেই ভাইরাল হয়েছে এই বাচ্চামেয়েটির আধো আধো কথা।
About Author