Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্ত্রীর পেটে নড়ে উঠছে গর্ভস্থ সন্তান, ভিডিও শেয়ার করলেন অভিনেতা করণ

কিছুদিন আগেই তৃতীয় সন্তানের বাবা-মা হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন টেলিভিশন স্টার করণবীর ভোহরা ও তাঁর স্ত্রী তেজা সিধু। এবার করণবীর শেয়ার করলেন ‘বেবি কিক’-এর একটি মিষ্টি ভিডিও। ভিডিওতে…

Avatar

কিছুদিন আগেই তৃতীয় সন্তানের বাবা-মা হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন টেলিভিশন স্টার করণবীর ভোহরা ও তাঁর স্ত্রী তেজা সিধু। এবার করণবীর শেয়ার করলেন ‘বেবি কিক’-এর একটি মিষ্টি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, তেজা খাটে শুয়ে রয়েছেন। তেজার পেটের ভিতর কিক করছে শিশু। তেজার পায়ের কাছে বসে করণবীর অনুভব করছেন শিশুর নড়াচড়া। করণবীর ও তেজার মেয়ে মায়ের পেটের উপর কান রেখে শিশুর অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। এই সুন্দর পারিবারিক মুহূর্তের ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করে করণবীর ক্যাপশন দিয়ে লিখেছেন, ধীরে ধীরে একটি ‘মিরাকল’ তৈরী হচ্ছে। নেটিজেনরা অনেকেই এই ভিডিওর প্রশংসা করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু অনেকেই আবার বলেছেন, এটি একটি ব্যক্তিগত মুহূর্ত। তাই এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত নয়।

গত অগষ্ট মাসে স্ত্রী তেজার প্রেগনেন্সির খবরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে করণবীর বলেছিলেন, ভগবান এবার নিজের হাতে তাঁদের জন্য কাকে তৈরী করছেন, তা দেখার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। এরপর তেজার সাথে কিছু ছবিও শেয়ার করেছিলেন করণবীর। চার বছর আগে দুই যমজ কন্যা ভিয়ানা ও রায়াবেলার জন্ম দিয়েছিলেন তেজা। করণবীর ও তেজা মেয়েদের নিজেদের লাকী চার্ম বলে মনে করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শিশুশিল্পী হিসাবে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখেন করণবীর ভোহরা। প্রথমে নিজের প্রকৃত নাম মনোজ ব্যবহার করলেও পরে তিনি নিজের নাম মনোজ থেকে পরিবর্তন করে করণবীর রাখেন। কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ গিয়ে জনপ্রিয় হয়েছিলেন করণবীর। কিন্তু তিনি ‘বিগ বস’ জিততে পারেননি। সম্প্রতি তিনি ‘দি ক্যাসিনো’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

About Author