এর আগেও মধুবনী বালগোপালের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি কৃষ্ণ অথবা রাধারাণী হয়ে তাঁর কাছে আসছে।
এর পরপর টেলি অভিনেত্রী আরও একটি পোস্ট করে ইঙ্গিত দেন যে তাঁদের মধ্যে আরেকটি ভালবাসার মানুষ আসতে চলেছে। নেটিজেনরা তখনও বিষয়টি ধরতে না পারলেও অনেকেই আন্দাজ করেছিলেন যে ‘ওম-তোড়া’ র জীবনে তৃতীয় ভালবাসার মানুষের আগমন হয়তো ঘটতে চলেছে।
এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনী ব্যস্ত রয়েছেন তাঁর নতুন বিউটি পার্লার (মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো) নিয়ে। এই বছর পুজোর আগেই নতুন পার্লারের উদ্বোধন করেন অভিনেত্রী উত্তর কলকাতার আহিরিটোলায়।