Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মন মানে না, প্রকাশ্যে সকলের সামনে চুম্বন নেহা-প্রীতের, মুহূর্তে ভাইরাল ভিডিও

সত্যি মন মানে না, বিয়ের পর রিসেপশনেই একে অপরের গালে চুম্বন এঁকে দেন। সম্প্রতি জাঁকজমক করে প্রায় সাত দিন ধরে বিবাহ অনুষ্ঠান করেন নেহা কক্কর। কিন্তু যতই বিয়ের পর্ব শেষ…

Avatar

সত্যি মন মানে না, বিয়ের পর রিসেপশনেই একে অপরের গালে চুম্বন এঁকে দেন। সম্প্রতি জাঁকজমক করে প্রায় সাত দিন ধরে বিবাহ অনুষ্ঠান করেন নেহা কক্কর। কিন্তু যতই বিয়ের পর্ব শেষ হয়ে যাক, এই দুই জুটির ভিডিও ভাইরাল হওয়া থামছেই না। নেহার বিয়ের ও রিসেপশনের বিভিন ছবি ও ভিডিও বারবার ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এবারেও ভাইরাল হল নেহা-রোহনপ্রীতের প্রকাশ্য চুম্বনের ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Neha Kakkar (Mrs. Singh) (@nehakakkar) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author