লাল শাড়িতে সেজে ওঠেন অঙ্কিতা লোখান্ডে। ভিকি একজন ব্যবসায়ী। বর্তমানে অঙ্কিতা এই ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। আর তাই বিয়ে না করেই ভিকি জৈনর জন্য করবা চৌথের ব্রত রাখলেন অঙ্কিতা। কিছু মাস আগেও অঙ্কিতা সুশান্তের জন্য আওয়াজ তুলেছিলেন, এমনকি কিছুদিন রং হীন জীবন যাপন করছিলেন। ৬ মাসের মধ্যে সব ভুলে, পুরনো ছন্দে ফেরেন অভিনেত্রী। ইতিমধ্যে অঙ্কিতা ইন্সটাগ্রামে সকলকে করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছেন।
সুশান্ত এখন অতীত, প্রেমিক ভিকির জন্য করভা চৌথ-এর উপোষ করলেন অঙ্কিতা
ছোট পর্দার হাত ধরেই অভিনয়ে অভিষেক হয় সুশান্ত-অঙ্কিতার। প্রেমও শুরু হয় সেই সময় থেকে। দীর্ঘ ৬ বছরের প্রেম একদিন ভেঙ্গে যায়। খ্যাতির চূড়ায় পৌঁছতে থাকে প্রয়াত সুশান্ত অন্যদিকে খ্যাতির আড়ালে…

আরও পড়ুন