Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে ছোঁয়া লেগেছে শীতের, হিমেল বাতাসের কারণে তাপমাত্রা নামল এক ধাক্কায়

অন্যবারের তুলনায় এইবার বেশ অনেকটা দেরিতে বিদায় নিয়েছে বৃষ্টি। কিন্তু গতকালই আবহাওয়া দপ্তর পূর্বাভাস করেছিল খুব তাড়াতাড়ি বঙ্গে শীত আসতে চলেছে। আজ ভোর থেকেই শরতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে।…

Avatar

অন্যবারের তুলনায় এইবার বেশ অনেকটা দেরিতে বিদায় নিয়েছে বৃষ্টি। কিন্তু গতকালই আবহাওয়া দপ্তর পূর্বাভাস করেছিল খুব তাড়াতাড়ি বঙ্গে শীত আসতে চলেছে। আজ ভোর থেকেই শরতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। সেইসাথে ভোরে ঘাসের উপর শিশিরের আস্তরন দেখা গেছে। আজকের শিশির ভেজা ভোর বঙ্গবাসীকে জানান দিল শীত আর বেশি দূরে নেই।

বুধবারের সকালে হিমেল হাওয়ার কারণে কলকাতার পারদ এক ধাক্কায় ২ ডিগ্রির বেশি নেমেছে। কলকাতায় যেখানে কালকের তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রী সেলসিয়াস সেখানে আজকের তাপমাত্রা ২২.৪ ডিগ্রী সেলসিয়াসে নেমে এসেছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের মধ্যে জেলাগুলিতে তাপমাত্রা নেমে ১৬-১৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মঙ্গলবার ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলার দিকে তাপমাত্রা বেড়েছিল। সেই ভাবে আজকেও ভোরের দিকে হিমেল বাতাসের জন্য পরিবেশে ঠান্ডা অনুভব হচ্ছে। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ থেকেই ঠাণ্ডা বাতাসের জন্য তাপমাত্রা কম থাকবে। শুধু বেলার দিকে চড়া রোদের কারণে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই ক্ষেত্রে আবার আদ্রতাজনিত অস্বস্তি অনুভব হবে।

About Author