চলছে IPL, তাই দুবাইতেই সপরিবারে রয়েছেন বিরাট। একদিকে অন্তঃসত্বা স্ত্রী অন্যদিকে খেলার উত্তেজনা। সব মিলিয়ে বিরুষ্কার জীবনে এটা হয়তো সেরা অধ্যায়। অনুষ্কা বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও ক্রিকেটের প্রতি তাঁর আলাদা আকর্ষণ রয়েছে। বিশেষত স্বামী যদি খেলার মাঠে নামেন তখন তিনি চাতকের মতন সেই খেলার দিকে তাকিয়ে থাকেন। এবারেও তার অন্যথা হয়নি। সন্তানসম্ভবা অবস্থাতেই বহুবার ছুটে গেছেন মাঠে। উৎসাহ দিয়েছেন স্বামীকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowলাল পোশাকে হাজির হয়েছিলেন অনুষ্কা। নজর কেড়েছিলেন তিনি। এবারে হাজির হলেন একদম সাদা পোশাকে।
মাঠে বসে যজুবেন্দ্র চাহালের বান্ধবীর সঙ্গে গল্প করতে দেখা যায় অনুষ্কাকে।