Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইস্টবেঙ্গল এর ম্যাচ বাতিল!

সুরজিৎ দাস : বাতিল হয়ে গেলো কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম বিএসএস এর ম্যাচ আগামীকাল দুপুরে ইস্টবেঙ্গল মাঠে ম্যাচ টি হওয়ার কথা ছিলো তা বাতিল করে দিলো আইএফএ। সূত্রের খবর সেনাবাহিনীর…

Avatar

সুরজিৎ দাস : বাতিল হয়ে গেলো কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম বিএসএস এর ম্যাচ আগামীকাল দুপুরে ইস্টবেঙ্গল মাঠে ম্যাচ টি হওয়ার কথা ছিলো তা বাতিল করে দিলো আইএফএ। সূত্রের খবর সেনাবাহিনীর থেকে আইএফএ কে অনুরোধ করা হয় যাতে ইস্টবেঙ্গল এর ম্যাচ টি আপাতত বাতিল করা হয়, কারণ আগামী ২১ তারিখ ডুরান্ড কাপের সেমিফাইনালে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল তাই এক সপ্তাহে দুটি ম্যাচ খেলতে হলে পূর্ণশক্তির দল নামাতে সমস্যা হতে পারে ইস্টবেঙ্গল কোচের তাই অনুরোধ জানানো হয় আর্মির তরফ থেকে। অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাব থেকেও অনুরোধ জানানো হয় ম্যাচ টি সাময়িক পিছিয়ে দেওয়ার জন্য তাই আইএফএ এরূপ সিদ্ধান্ত নিলো।

ডুরান্ডের শুরু থেকে লালহলুদ কোচ আলেহান্দ্রোর গলায় বিরক্তির সুর শোনা যায় দুটি টুর্নামেন্ট একসাথে খেলার জন্য তাই কালকের ম্যাচ বাতিল হওয়ায় সেমিতে পুর্ণশক্তির দল নিয়ে ঝাপাতে পারবে লাল হলুদ বাহিনী। অপরদিকে গোকুলাম কেরালা যথেষ্ট শক্তিশালী দল তারা পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে গোলের মধ্যে রয়েছেন স্ট্রাইকার মার্কোস জোসেপ এছাড়াও দলে হেনরি কিসেকা ও ব্রুনো পেলিসারির মতো ফুটবলার রা আছে তাই ২১ তারিখের এই মেগা ম্যাচ যথেষ্ট মশলাযুক্ত হতে চলেছে বলে ধরে নেওয়াই যায়। অপরদিকে সব কিছু ঠাকঠাক থাকলে ২১ তারিখ দুপুরে অপর সেমিতে মাঠে নামতে পারেন মোহনবাগান ও রিয়েল কাশ্মীর এফসি। দুই বড়োক্লাব সেমি জিতলেই কলকাতা লিগের ডার্বির আগেই বড়োম্যাচের স্বাদ নিতে পারবে ফুটবলপ্রেমীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author