Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডিসেম্বরে খুলবে রাজ্যের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়, স্কুল খোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

কলকাতা: এই মুহূর্তে রাজ্য তথা গোটা দেশ জুড়ে উৎসবের মরশুম চলছে। তাই করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউন কেটে গেলেও উৎসব শেষের আগেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়নি রাজ্য শিক্ষা দফতর। কিন্তু…

Avatar

কলকাতা: এই মুহূর্তে রাজ্য তথা গোটা দেশ জুড়ে উৎসবের মরশুম চলছে। তাই করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউন কেটে গেলেও উৎসব শেষের আগেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়নি রাজ্য শিক্ষা দফতর। কিন্তু এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে। তবে স্কুল কবে খুলবে, এখনও আলোচনার প্রয়োজন আছে বলে তিনি জানিয়েছেন।

স্কুল খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘স্কুল খুললেই হবে না। স্কুলের পঠন-পাঠন যাতে নিয়মিত হয়, সে দিকটাও দেখতে হবে। ভাগ করে পড়ুয়াদের ক্লাস নিতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের এক্ষেত্রে সমস্তরকম করোনাবিধি প্রয়োজন। তাই স্কুল খোলার আগেই চূড়ান্ত আলোচনার প্রয়োজন আছে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে ডিসেম্বরে শুরুতেই সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে। যদিও সেক্ষেত্রেও করোনাবিধি মেনেই সমস্ত করা হবে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন।

About Author