৩৬ এও অটুট যৌবন, অধরা মন নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত করছেন ‘বোঝে না সে বোঝে না’ র পায়েল। এখনকার পায়েলকে দেখলে আগের পায়েলকে মেলানো কঠিন। চরম পরিবর্তন মেজাজে, ভঙ্গিমায় ও চলনে। সম্প্রতি বিভিন্ন ছবি পোস্ট করছেন অভিনেত্রী। সবেতেই যৌনতার চরম আবেদন কিন্তু এখনও বিয়ে করেননি নিজে। ইতিমধ্যেই পায়েল একটি ভিন্ন স্বাদের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। একেবারে কালো বিকিনিতে অনন্য কায়দায় ফটোস্যুট করিয়েছেন অভিনেত্রী। রইল সেই ছবি। যার ক্যাপশন অনেকটা এইরকম – আপনার নিজস্ব ভিজ্যুয়াল শৈলী তৈরি করুন … এটি নিজের জন্য অনন্য এবং অন্যদের জন্য সনাক্তযোগ্য করে তুলুন।

অনেকগুলো প্রেম হলেও তা ছাদনাতলা পর্যন্ত গড়ায়নি পায়েলের সম্পর্ক। ৩৬-এও রয়েছেন তন্বী, হয়ে উঠছেন লাস্যময়ী।

খোলামেলা পোশাক হোক বা সাহসী ভঙ্গিমা সবেতেই দিনদিন এগিয়ে যাচ্ছেন পায়েল। অভিনেত্রীর এমন রুপান্তর নেটিজেনদের মনে প্রশ্ন রেখেই যাচ্ছে। এমন ভাবে দিনের পর দিন গ্ল্যামার বাড়িয়ে যাচ্ছেন যা পুরুষদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জোগাড়।
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?