Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উপচে পড়ছে ভরা যৌবন, সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস করলেন অভিনেত্রী টিস্কা চোপড়া

৪৬ থেকে ৪৭ এ পা রাখলেন টিস্কা চোপড়া (TISCA CHOPRA)। 'তারে জামিন পর' সময় যেই সাফল্য পেয়েছিলেন তারপর থেকেই বলিউডে অত্যন্ত পরিচিত মুখ টিস্কা। তিনি শুধু অভিনেত্রী নন, লেখিকাও বটে।…

Avatar

৪৬ থেকে ৪৭ এ পা রাখলেন টিস্কা চোপড়া (TISCA CHOPRA)। ‘তারে জামিন পর’ সময় যেই সাফল্য পেয়েছিলেন তারপর থেকেই বলিউডে অত্যন্ত পরিচিত মুখ টিস্কা। তিনি শুধু অভিনেত্রী নন, লেখিকাও বটে। ১ লা নভেম্বর ছিল এই অভিনেত্রীর ৪৬ তম জন্মদিন। এই বয়সেও ফিটনেস চূড়ান্ত ভাবে মেইন্টেইন করেন অভিনেত্রী। এক ইন্টারভিউতে তাঁর ফিটনেসের সিক্রেট জানতে চাইলে তিনি বলেছিলেন যে প্রচুর পরিমানে জল পান করেন ও নিয়মিত যোগাভ্যাস হল তাঁর সিক্রেট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মেকআপ করে কখনো ঘুমতে যাননা টিস্কা। এমনকি প্রতিদিন সকালে উঠেই ২ গ্লাস উষ্ণ জলপান করেন তিনি।

অভিনব দেব, নাগেশ কুকুনুর এবং অনুপ সিংয়ের মতো অনেক নামকরা পরিচালকের সাথে বিভিন্ন ভাষায় প্রায় ৪৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

টিস্কা যেই ফল খান সেই ফলই মুখে মাখেন। এটা ঠিক যা খাওয়া যায় তা মুখে বা শরীরেও ব্যবহার করা যায়। তিনিও তাই করেন। প্রতিদিন নিয়ম করে যোগা করেন। টিস্কার কাছে বয়স শুধুমাত্র সংখ্যা তা তাঁর ছবি দেখলেই বোঝা যায়। কে বলবে তিনি ৪৭ এ পা দিয়েছেন?

About Author