‘কুসুম দোলা’ ধারাবাহিকের পর থেকেই ‘ইমন’কে বেশ বোল্ড লুকে মাঝে মধ্যেই দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় আজকাল নিজেকে মেলে ধরছেন একদম অন্য মহিমায়। কখনো উন্মুক্ত বক্ষ, তো কখনো কোমর তো কখনো খোলা পিঠ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowফ্যাশন ডিভা মধুমিতার এমন জার্নি দর্শদের মধ্যে বারবার কৌতূহল জাগায়। একটি বাঁধন থেকে বেড়িয়ে কেমন করে পাখনা মেলেছে ‘পাখি’ তাই এখন দর্শকদের দেখার বিষয়।
মধুমিতার পছন্দের রং ‘কালো’। মাঝে মধ্যেও কালো রঙের পোশাকে পরেও ছবি পোস্ট করেন টেলি অভিনেত্রী মধুমিতা সরকার।
সম্প্রতি একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন তাঁর জীবনে রঙের কোনও প্রয়োজন নেই। তিনি এভাবেই সাদা কালো জীবন নিয়ে সন্তুষ্ট। ক্যাপশনে লিখেছিলেন, “মাঝে মধ্যে জীবনে রঙ না থাকাটাই প্রয়োজন।”