উত্তরপ্রদেশ: একের পর এক ধর্ষণ এবং একের পর এক লাভ জিহাদের ঘটনা ঘটছে উত্তরপ্রদেশ জুড়ে। আর এইসবকিছু নিয়ে উদ্বিগ্ন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এইসব আটকাতে কড়া আইন আনতে চলেছে উত্তরপ্রদেশ প্রশাসন।
কার্যত যোগী আদিত্যনাথ হুমকি দিয়ে এ প্রসঙ্গে বলেছেন, ‘এখনও সময় আছে। সাবধান করে দিচ্ছি। আমাদের মেয়েদের সম্মান নিয়ে যারা খেলবে, তাদের জীবন শেষ করে দেব।’ যে যোগী আদিত্যনাথ হাথরস কান্ডের ঘটনায় কার্যত প্রথম দিক থেকেই ‘স্পিকটি নট’ হয়েছিলেন, সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হঠাৎ করে লাভ জিহাদ নিয়ে কেন এত কড়া হয়ে উঠলেন, তা নিয়ে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধী নেতারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএমনকি উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীদের কড়া আইন প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও এর বিরুদ্ধে কোনও আইন প্রণয়ন করা হবে, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এটুকু বলাই যায়, লাভ জিহাদের বিরোধিতা করে যেভাবে সোচ্চার হয়েছেন যোগী আদিত্যনাথ, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে।