Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেল, রান্নার গ্যাস, ব্যাঙ্ক সবক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম, পাল্টে যাবে মধ্যবিত্তের জীবনযাত্রা, পড়তে পারে পকেটে টানও

আগামিকাল, নভেম্বরের এক তারিখ। নভেম্বরের শুরুর দিন থেকেই বদলাতে চলেছে মধ্যবিত্তের জীবনযাত্রা। বদল ঘটতে পারে রান্নার গ্যাসের দামে, বদল ঘটতে পারে রেলের নিয়মে। এমনকি ব্যাঙ্কের ক্ষেত্রেও পরিবর্তন আসবে এই নভেম্বরের…

Avatar

আগামিকাল, নভেম্বরের এক তারিখ। নভেম্বরের শুরুর দিন থেকেই বদলাতে চলেছে মধ্যবিত্তের জীবনযাত্রা। বদল ঘটতে পারে রান্নার গ্যাসের দামে, বদল ঘটতে পারে রেলের নিয়মে। এমনকি ব্যাঙ্কের ক্ষেত্রেও পরিবর্তন আসবে এই নভেম্বরের শুরুর দিনেই। বদলাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। তবে দাম বাড়বে নাকি কমবে, তা জনা যাবে কাল। এছাড়া আগামিকাল থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের বুকিংয়ের পর  গ্রাহকদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ৷ সিলিন্ডার দিতে এলে গ্রাহকদের ওটিপি ডেলিভারি বয়কে দিতে হবে৷ সিস্টেম কোড মিললে তবেই গ্রাহকদের সিলিন্ডার দেওয়া হবে৷

এদিকে ইন্ডেন গ্যাসের বুকিং নম্বরে হল বদল। ইন্ডেন গ্রাহকরা এবার পুরনো নম্বরে গ্যাস বুক করতে পারবে না ৷ রেজিস্টার্ড গ্রাহকদের কাছে নতুন বুকিং নম্বর ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এবার ইন্ডেন গ্যাসের গ্রাহকদের বুকিংয়ের জন্য 7718955555 নম্বরে কল বা এসএমএস পাঠাতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে বদলাতে চলেছে ভারতীয় রেলের টাইম টেবিল। এর জেরে ১৩,০০০ প্যাসেঞ্জার ট্রেন ও ৭ হাজার মালগাড়ির সময় বদলানো হবে ৷ ৩০টি রাজধানী ট্রেনেরও সময় বদল করা হবে ৷

আর সব শেষে ব্যাঙ্কে এবার টাকা জমা ও তোলার জন্য দিতে হবে চার্জ ৷ BoB এই নিয়ম চালু করতে চলেছে ৷ আগামী মাস থেকে নির্দিষ্ট সীমার বেশি লেনদেন করলে দিতে হবে চার্জ। সুতরাং সব মিলিয়ে নভেম্বরের শুরু থেকে আপনার, আমার, সকলের জীবনযাত্রায় বেশ খানিকটা বদল ঘটতে চলেছে, এমনটা বলাই যায়।

About Author